Friday, July 16, 2021

নওগাঁ জেলার অপার সৌন্দর্য

 ছবি দেখলে জায়গাটিকে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা ভেবে ভুল করতে পারেন। এটি ঘুঘুডাঙ্গা নয়। জায়গাটি একই জেলার মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়ন পরিষদের শিয়াটা গ্রামে অবস্থিত। চারদিক ধানক্ষেত বেষ্টিত জায়গাটি খুব খোলামেলা। কাছাকাছি জনবসতি নেই বললেই চলে।আপনজন নিয়ে  বিকেলে হাঁটতে যাবার বা অবসর সময়ে আড্ডা দেয়ার উপযুক্ত একটি স্থান হতে পারে এটি। 

যেভাবে আসবেনঃ 

দুইভাবে আসতে পারেন।

 প্রথমত, নওগাঁ শহরের  পুরাতন বাসস্ট্যান্ড থেকে CNG তে পলাশবাড়ী বাজার(ভাড়া ৬০ টাকা)। এবং সেখান থেকে ভ্যানে করে শিয়াটা গ্রাম(ভাড়া ১০ টাকা)।

দ্বিতীয়ত, নওগাঁ শহরের  পুরাতন বাসস্ট্যান্ড থেকে CNG তে পাঁজরভাঙ্গা বাজার(ভাড়া ৫০ টাকা)। এবং সেখান থেকে ভ্যানে করে শিয়াটা গ্রাম(ভাড়া ১৫ টাকা)।

প্রথমে উল্লেখ করা মাধ্যমে আসা অপেক্ষাকৃত সহজ। 

No comments:

Post a Comment